বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কারামুক্ত হলেন ডেসটিনির এমডি রফিকুল আমীন

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ১৫ জানুয়ারি – ১২ বছরের বেশি সময় পর কারামুক্ত হয়েছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

এর আগে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে রফিকুল আমিন গত ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে।

২০১২ সালের ১১ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন রফিকুল আমিন। সেই হিসেবে তার সাজা খাটা শেষ হয়েছে।

আসামিরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুর রহমান ১০ হাজার টাকা মুচলেকায় আগামী ১০ জুন পর্যন্ত এ জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে আগামী ৬ মাসের মধ্যে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জমা প্রদানে ব্যর্থ হলে ঢাকা জেলা প্রশাসককে ওই জরিমানার টাকা উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।



আরো খবর: