সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কর্মচারীর বিয়েতে অংশ নিতে বাংলাদেশে এলেন সৌদি মালিক সালেহ সেনাইদি

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩


দীর্ঘদিনের বিশ্বাসী কর্মচারীর বিয়েতে অংশগ্রহণ করতে সুদূর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিলেন এক সৌদি নাগরিক।

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি জানার আগ্রহ এবং কর্মচারির বিয়ের দাওয়াত রক্ষায় সৌদি থেকে বাংলাদেশে উড়ে আসেন সালেহ আল সেনাইদি।

বুধবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজকে তিনি জানান, এক বন্ধুকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকার পাশেই অবস্থিত একটি গ্রামে, নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর বিয়েতে এসেছিলেন তিনি।

কর্মচারি প্রসঙ্গে সেনাইদি জানান, “আমি তাকে পাঁচ বছর ধরে চিনি। তার সততা এবং কর্মক্ষেত্রে বিশ্বস্ততার জন্য তার উপর অনেকাংশে নির্ভর করি।“

নিজের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা নিয়ে সালেহ আল সেনাইদি আরো বলেন, সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল নিজেদের মধ্যে দূরত্ব ঘুচানো, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং মানবিকতা বৃদ্ধি করা, নতুন অভিজ্ঞতা নেওয়া এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা।

বাংলাদেশিদের উষ্ণ অভ্যর্থনা দেখে মুগ্ধ হয়েছেন সালেহ আল সেনাইদি। তিনি জানান, “তাদের মধ্যে অনেকেই তাকে লাঞ্চ, ডিনার বা চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানে অভিভূত করেছে, যা ভাষায় প্রকাশ করা মতো নয়। এ সফরটির বেশ ভালো ছিল।“

“জেলার সবাই আমাদের স্বাগত জানাতে এসেছিলো” বলেও জানান তিনি।

বাংলাদেশ এবং সৌদি আরবের বিয়ে এবং ঐতিহ্যে অনেক মিল রয়েছে জানিয়ে আল সেনাইদি বলেন, ‘উদাহরণস্বরূপ, বরকে বিয়ের অনুষ্ঠানে গাড়িতে করে নিয়ে যান তার বাবা, চাচা এবং অন্যান্য আত্মীয়-স্বজনরা। বিয়ের অনুষ্ঠান হয় কনের বাড়িতে।’

এদিকে সৌদি আরবে কর্মরত প্রবাসীদের প্রতি নিয়োগকর্তাদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ঘুরে যাওয়া আল সেনাইদি। তিনি বলেন, ‘তারা আপনাদের ভাই। তাই তাদের তুচ্ছতাচ্ছিল্য বা নিচু দৃষ্টিতে দেখবেন না। আপনাদের মতো তারাও মানুষ। কঠিন পরিস্থিতি তাদের জীবিকার সন্ধানে তাদের পরিবার এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে।‘

এদিকে বাংলাদেশের কোন জেলায় তিনি এসেছিলেন বা ওই বাংলাদেশির নাম কি সেটি জানাননি আল সেনাইদি।

আইএ


আরো খবর: