শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩


করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু এবং ২৬ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। গতকাল (শনিবার) মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬ জন এবং শনাক্ত হয়েছিল ৩৪ হাজার ৪৩৭ জন।

রোববার (৪ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৮ হাজার ৬৬৩ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে থাকা ডেনমার্কে মারা গেছেন ৫ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৪০ জন এবং মারা গেছেন দুইজন। ইরানে আক্রান্ত হয়েছেন ৪২ জন এবং মারা গেছেন চারজন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ২৫২ জন এবং মারা গেছেন দুইজন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার ৭৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৫ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

আইএ/ ০৪ জুন ২০২৩


আরো খবর: