সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কত টাকায় বিপিএলের অনুষ্ঠানে গাইবেন রাহাত ফতেহ আলী

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ২২ ডিসেম্বর – উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী উস্তাদ রাহাত ফতেহ আলি খান গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে গান গেয়েছেন। ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছিল ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আর এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা— ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

সেখানে সম্পূর্ণ বিনাপারিশ্রমিকে গান গেয়েছেন এ সংগীতের জাদুকর। এ মানবতার একটি দৃষ্টান্ত স্থাপন করলেন এ সংগীতশিল্পী। তবে আগামীকাল (২৩ ডিসেম্বর) বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টেও গান গাইবেন তিনি। সেখানে কত পারিশ্রমিক নিচ্ছেন রাহাত ফতেহ আলি খান?

শনিবার (২১ ডিসেম্বর) শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে এ তথ্য জানা গেছে।

একটি সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গান গাইতে ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক নেবেন উস্তাদ রাহাত ফতেহ আলি খান, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ৪০ লাখ টাকা। বিসিবি পরিচালনা পর্ষদ এরই মধ্যে এ সংগীতশিল্পীকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।

এ বিষয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলি খানের পেছনে।

এদিকে কমানো হয়েছে বিপিএল মিউজিক ফেস্টের টিকিটের মূল্য। এই অনুষ্ঠানের জন্য প্লাটিনাম টিকিটের মূল্য ৮ হাজার, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ ও ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা ধরা হয়েছে।

আইএ/ ২২ ডিসেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কত টাকায় বিপিএলের অনুষ্ঠানে গাইবেন রাহাত ফতেহ আলী first appeared on DesheBideshe.



আরো খবর: