শিরোনাম ::
আবারও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ লন্ডনে সস্ত্রীক মির্জা আব্বাস, জানালেন কবে দেশে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসরের ঘোষণা তামিমের লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টোর সাক্ষাৎ সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা, আটক ২
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারের পর্যটনে বিনিয়োগ করতে আগ্রহী জাপান: প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে পর্যটন খাতের যেসব স্থাপনা রয়েছে সেগুলোতে বিদেশিরা বিনিয়োগ করতে চায়। জাপানের রাষ্ট্রদূত সেখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’

দেশের পর্যটন খাতে বিদেশিরা বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, জাপানের রাষ্ট্রদূত কক্সবাজারের পর্যটনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

গাজীপুরের সালনায় সোমবার দুপুরে ‘সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ‘পর্যটন বর্ষ উপলক্ষে দেশের কতিপয় পর্যটন আকর্ষণীয় এলাকার পর্যটন সুবিধাদির উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে সালনা পর্যটন রিসোর্টটি নির্মাণ করা হয়েছে।

পর্যটন করপোরেশন জানিয়েছে, সালনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হয়েছে ৯ কোটি ৪০ লাখ টাকা।
প্রকল্পটি শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে। শেষ হয় চলতি বছরের জুন মাসে।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘পর্যটন খাতের বিকাশে সবচেয়ে যে জিনিসটা দরকার, তা হচ্ছে সবার এগিয়ে আসা ও বিনিয়োগ করা। অনেক সীমাবদ্ধতা আছে। তবে পর্যটন খাতকে এগিয়ে নিতে কাজ চলছে।

‘কক্সবাজারে পর্যটন খাতের যেসব স্থাপনা রয়েছে সেগুলোতে বিদেশিরা বিনিয়োগ করতে চায়। জাপানের রাষ্ট্রদূত সেখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’

ঢাকা থেকে ৩৩ কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা মৌজায় সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট অবস্থিত। পর্যটন করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বন বিভাগের ৩ দশমিক ১২ একর জায়গা নিয়ে রিসোর্টটি। এখানে ৬টি শীতাতপ নিয়ন্ত্রিত কটেজ রয়েছে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ আসনের রেস্তোরাঁ, কফি কর্নার, কনফারেন্স হল, ২টি পিকনিক শেড ও একটি কুকিং শেড আছে।

অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদরের সভাপতিত্বে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব মোহাম্মদ উল্লাহ প্রমুখ।


আরো খবর: