বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারের জেলা জজকে তলব আদেশ প্রত্যাহার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

কক্সবাজারের জেলা জজকে তলব আদেশ প্রত্যাহার
মারধর ও ভাঙচুরের ঘটনার মামলায় শুনানি ছাড়াই দুই আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে করা তলবের আদেশ এবং এ সংক্রান্ত রুল প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

আপিল বিভাগ এ সংক্রান্ত তলব আদেশ বাতিল করে দেওয়ায় রোববার (১৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ সংক্রান্ত বিষয়ে ল সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী জাগো নিউজকে বলেন, মারধর ও ভাঙচুরের একটি মামলায় দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় গত ৮ আগস্ট কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে তলব করেছিলেন হাইকোর্ট।

আগামী ১৬ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। পাশাপাশি রুল জারি করেছিলেন আদালত। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জেলা জজ মোহাম্মদ ইসমাইল।

এ আবেদনের শুনানি নিয়ে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের তলব আদেশ বাতিল করে দেন। এ কারণে হাইকোর্ট আজ তলব আদেশটি প্রত্যাহার করে নেন।


আরো খবর: