কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩৪২ জনের নমুনা টেস্ট করে ৪০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ৩০২ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার(৮ জানুয়ারি) করোনা শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে মহেশখালী উপজেলার রোগী ৩৫ জন, কক্সবাজার সদর উপজেলার রোগী ১ জন এবং ৪ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ৭ জানুয়ারি ৫৭৫ জনের নমুনা টেস্ট করে ১৬ জন এবং ৬ জানুয়ারি ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ২৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অথচ গত ১ জানুয়ারি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬২ জনের নমুনা টেস্ট করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। ৪৬২ জনের মধ্যে সকলের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।