শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৪ মে, ২০২২

কক্সবাজার প্রতিনিধি::

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে সাইদুল ইসলাম জহির(২৮) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হয়ে যান বলে জানান জহিরের সাথে ভ্রমণে আসা বন্ধুরা। নিখোঁজের বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের জানানো হলেও রাত নয়টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

নিখোঁজ পর্যটকের বন্ধু সাকিব জানান, তারা পাঁচ বন্ধু সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারে পৌঁছেন। এরপর সৈকতের সুগন্ধা পয়েন্টে দুটি কিটকট চেয়ার ভাড়া নেন। পরে সবাই সাগরে গোসল করতে নামেন।

খালাতো ভাই শামসুল জানান, তিনি ও জহির এক সাথে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নেমে গেলেও জহির সাঁতার না জানায় সে পেছনে কোমর পানিতে ছিল।

এর ঘন্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে ট্যুরিস্ট পুলিশকে জানান।

দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সাগরে নিখোঁজের বিষয়টি বুঝতে না পেরে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করতে থাকে। কিন্তু তাৎক্ষনিক লাইফগার্ড কর্মীদের বিষয়টি জানানো হয়নি।

পরে বিকালে লাইফগার্ড কর্মীদের জানানো হয়।
এসময় সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত লাইফগার্ড কর্মী মো. শুক্কুর জানান, দুপুরে ভাটার সময় সাগরে বেশ স্রোত ছিল তবে কোন পর্যটকের ডুবে যাওয়ার ঘটনা তাদের চোখে পড়েনি। নিখোঁজের সংবাদটি পাওয়ার সাথে সাথে লাইফগার্ড এর সবকটি ওয়াচ টাওয়ারে জানানো হয়েছে।
নিখোঁজ পর্যটকের বন্ধু তকি ওসমান জানান, তাকে ছাড়া আমরা কিভাবে ফিরব, তার মা-বাবাকে কি জবাব দেব।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান মুঠোফোনে জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হলেও রাত নয়টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।


আরো খবর: