শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২ জুলাই, ২০২২

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে আজিজুল হক ( ২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জুলাই) দিনগত রাত সোয়া একটায় ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের উল্টাখালীতে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। তবে কে বা কারা খুন করেছে এখনও জানা সম্ভব হয়নি।

কিন্তু স্থানীয়দের দাবি,আজিজুল হকের একটি সন্ত্রাসী গ্রুপ ছিল। তার প্রতিপক্ষরাই এই ঘটনা ঘটিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।


আরো খবর: