টেকনাফের বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের পার্শ্বে একটি আহত মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।
গত শনিবার বিকালে স্থানীয় সিপিজির সহযোগিতায় আহত অবস্থায় মেছো বাঘটি উদ্ধার করে বনবিভাগ। আহত বাঘটি উদ্ধারের পর প্রথমে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে চিকিৎসা শেষে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস জানান, আহত অবস্থায় মেছো বাঘটি স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে সিপিজির সহযোগিতায় মেছো বাঘটিকে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করি। এরপর ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক এ হস্তান্তর করা হয়েছে।
হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা তারেক রহমান জানান, আহত মেছো বাঘটি মেরিন ড্রাইভ রোডের পাশ থেকে উদ্ধার করে চিকিৎসা শেষে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।