বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে অপহরণের ৪৮ ঘণ্টা পর যুবক উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩
কক্সবাজারে অপহরণের ৪৮ ঘণ্টা পর যুবক উদ্ধার




কক্সবাজারের কলাতলী থেকে অপহৃত এক যুবককে ৪৮ ঘণ্টা পর উদ্ধার উদ্ধার করেছে র্যাব। রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় খুরুশকুল নয়াপাড়ায় থেকে তাকে উদ্ধার করা হয়।

র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. শামসুল আলম খান জানান, মো. হোসেন নামের এক বৃদ্ধ র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, তার মেয়ের জামাই আশরাফ আলী (২৪) শনিবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলাতলী হতে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন বিকেল ৪টার দিকে একটি নম্বর হতে ভিকটিমের শ্বশুর হোসেনের মোবাইলে কল করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে ভিকটিমকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখায়।

তিনি আরও জানান, অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব। পরে সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুশকুল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।









আরো খবর: