বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়া নগর পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ২৩-২৪ হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দরিয়ানগর সমুদ্রসৈকত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান জানান, সকালে সমুদ্রসৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে সৈকতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ছিল।

এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি আমরা। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


আরো খবর: