চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের বিষয়টিকে স্মরণীয় করে রাখতে “আঁরো বাড়ি হক্সবাজার জব্বর খুশী লাআর, দইজ্জার চরত ট্রেইন চলিবু” শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি গান রচনা করেছেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ করসপনডেন্ট আহসানুল কবির রিটন। গানটিতে সুর ও কন্ঠ দিয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী আলাউদ্দিন তাহের। এটি রিটনের লেখা দ্বিতীয় গান। গানটির রেকর্ডিংয়ের ক্ষেত্রে সার্বিক সহায়তা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী। খুব দ্রুত গানটি ইউটিউবে পাওয়া যাবে।
এর আগে সাংবাদিক রুবেল খানের অকালপ্রয়াত শিশুকন্যা রাইফা নিয়ে ” কোথায় আছো রাইফা সোনা” এবং ফটিকছড়ির সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে “সত্য ন্যায়ের যোদ্ধা সবাই বাড়ি মোদের ফটিকছড়ি” শিরেনামে দুটি গান রচনা করেছিলেন।