ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক ব্যক্তি ধরা পড়েছেন, যার পাকস্থলীতে মিলেছে তিন হাজার ৫৮৮ পিস ইয়াবা।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে শাহজালালে নামার পর ২৮ বছর বয়সী পলাশ গ্রেপ্তার হন এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি শিহাব কায়সার খান।
এপিবিএন জানায়, সোমবার রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে পলাশ ঢাকা আসেন। এ সময় তাকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার পেটে বিপুল ইয়াবা রয়েছে বলে জানায়। এরপর তাকে এপিবিএন অফিসে নিয়ে আসা হলে এয়ারপোর্টের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করেন। তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে। সবশেষে গতকাল মঙ্গলবার ভোর রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কাজের মাধ্যমে কালো রংয়ের কসটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খোলা হলে ৭৮টি পোটলা থেকে ৩ হাজার ৫৮৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক হওয়া পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান গণমাধ্যমকে বলেন, পলাশকে আমরা সোমবার আটক করলেও গতকাল তার পেটে থাকা ইয়াবাগুলো বের করতে সক্ষম হয়েছি। এসব কাজ করতেই ভোর হয়ে গেছে। ফলে আজ বুধবার এ বিষয়ে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।