কক্সবাজার থেকে ইয়াবা এনে গ্রেফতার হয়েছেন এক বাসচালক। তার নাম মো. রুবেল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস চালাতেন।
গোয়েন্দা পুলিশ বলছে, রুবেল মিয়া যে বাস চালাতেন তার ড্রাইভিং সিটের পেছন থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এতে নেতৃত্ব দেন গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।
শনিবার (১৮ জুন) তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে এক মাদক কারবারি ঢাকার দিকে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে কমলাপুরে হোটেল স্টার সিটির সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ।
সেখানে বাসটি এসে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক রুবেল পালানোর চেষ্টা করেন। তখন গ্রেফতার করা হয় তাকে। পরবর্তীতে রুবেলের দেখানো মতে ড্রাইভিং সিটের পেছন থেকে ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বাসটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রুবেল জানান, তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলেন।
রুবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।