কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে।এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইফতাদুল নামে এক যুবককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার জুমা নামাজের পরে খুরুশকুল ইউনিয়নের কুলিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গুলবিদ্ধরা হলেন- মনতাজ আহমদ (৫৫) ইসলাম (৫৩),বেলাল আহমদ (৪০), ফারুক (৩৪), আনিসুর রহমান দুলু (৩২),কাইসার (২৬) ইফতাদুল হক (২২),রিফাত (২২), নুর হুদা (৩২), আবু সায়ে (১২) মনজুর মোরশেদ (২৩),রুবেল (২৬), হৃদয়(২৪)। আহতরা সবাই কুলিয়া পাড়া বাসিন্দা।
পুলিশ স্থানীয় সূত্র জানায়, খুরুশকুলের কুলিয়াপাড়ার জনৈক ফারুক ও রাশেদের মধ্যে দীর্ঘদিন জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ফারুকের অভিযোগ, কথা-কাটাকাটির একপর্যায়ে রাশেদের ভাই আবু সুফিয়ান ও তাদের পক্ষের মনজুরের ভাতিজা বাবু এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। গুলিতে তিনিসহ ১৪ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে ইফতাদুলসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মাদ্রাসা ছাত্র ইফতাদুল জানান, সে নামাজ পড়ে বের হওয়ার সময় কিছু বুঝে উঠার আগেই গুলিবিদ্ধ হন।
আহত মনতাজ আহমদ দাবি কুলিয়া পাড়ার বাসিন্দা ফারুক নামের এক ব্যক্তির সাথে রাশেদ নামের অন্য একজনের জমি বিরোধ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে গুলাগুলি শুরু হয়। এসময় স্থানীয় আবু সুফিয়ান ও বাবু নামের দুইজনের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সাধারণ পথচারীরা গুলিবিদ্ধ হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, শুক্রবার বিকেলে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পথে প্রতিপক্ষের লোকজন অতর্কিত গুলিবর্ষণ করে। এতে শিশুসহ ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়া তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে