কলকাতা, ০৫ জুলাই – মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ দাস ভালোবেসে গত বছরের ১৫ ডিসেম্বর বিয়ে করেন নায়িকা দর্শনা বণিককে। এরপর থেকে তারা সুখে-শান্তিতেই আছেন। সম্প্রতি এই অভিনেতা মুখোমুখি হয়েছিলেন ভারতীয় গণমাধ্যমের।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারের শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়, দাম্পত্য জীবনের ৭ মাস পার করলেন, জীবনে কী কী পরিবর্তন এসেছে?
উত্তরে সৌরভ দাস বলেন, পরিবর্তন আসেনি। ম্যাচিউরিটি, রেসপনসিবিলিটি- এই বিষয়গুলো একটু স্ট্রং হয়েছে বলে অনুভব করছি। সেটা শুধু ব্যক্তিগত জীবনে নয়, কাজের জায়গাতেও আমাকে ভীষণভাবে সাহায্য করছে।
পরে এই অভিনেতাকে প্রশ্ন করা হয় ভুল হলে কে আগে ‘সরি’ বলেন? দর্শনা নাকি আপনি?
জবাবে সৌরভ বলেন, ওরে বাবা! ভুল হলেও আমি ‘সরি’ বলি আর ভুল না হলেও আমি ‘সরি’ বলি। ওয়াইফ ইজ অল ওয়েজ রাইট। এটাই তো হয়ে এসেছে।
প্রসঙ্গত, ‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব অতঃপর প্রেম এবং বিয়ে।
আইএ/ ০৫ জুলাই ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ওয়াইফ ইজ অল ওয়েজ রাইট first appeared on DesheBideshe.