শিরোনাম ::
জুলাই আন্দোলনে আহত ৭ জনকে সিঙ্গাপুরে পাঠাল সরকার চলন্ত ট্রেনে ভাতা নয়, শুধু অ্যালাউন্স পাবেন রেলওয়ে কর্মীরা সাবেক এমপি মিজানের দুর্নীতি মামলায় রায় ৩০ জানুয়ারি পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি দেশের বেশির ভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে ২৬ জানুয়ারি গুলশান ২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী নায়করাজ রাজ্জাকের ৮৩তম জন্মদিন আজ পাঠ্যবইয়ে হাসিনা ও আ.লীগের নাম বাদ দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস উখিয়া ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য, ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এবার বাণিজ্য মেলার স্টল বরাদ্দ অনলাইনে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪


ঢাকা, ৩১ অক্টোবর – ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) বিভিন্ন ধরনের স্টল, প্যাভিলিয়ন ও রেস্তোরাঁ বরাদ্দ এবার অনলাইনে হবে। এ বিষয়ে নতুন সফটওয়্যার তৈরি করেছে মেলা আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে মাসব্যাপী এ মেলা শুরু হবে।

মেলায় অংশগ্রহণে আগ্রহী স্থানীয় প্রতিষ্ঠানগুলো সফটওয়্যারটি ব্যবহার করে তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির স্পেস বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে মেলার স্পেস বরাদ্দ নিতে উদ্ধৃত দর, মূল্য, মাশুল ইত্যাদি সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) ইপিবি ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মধ্যে এই চুক্তি হয়েছে। ইপিবির পক্ষে সংস্থাটির সচিব বিবেক সরকার চুক্তিতে সই করেন, যিনি ডিআইটিএফেরও পরিচালক। সোনালী ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকটির মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। এ সময় ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শুভাষ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩১ অক্টোবর ২০২৪



আরো খবর: