শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ম্যাকরন

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ম্যাকরন


প্যারিস, ২৩ অক্টোবর – ফিলিস্তিন-ইসরায়েলের চলমান যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা মিত্র দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা একে একে তেল আবিব সফর করছেন। এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। খবর টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ অক্টোবর) তিনি ইসরায়েল সফরে যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের চালানো অতর্কিত হামলায় ১৪০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ জন ফ্রান্সের নাগরিকও ছিল। ইসরায়েল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি এ হামলায় ১৫০০ হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে দুই সপ্তাহের অধিক সময় ধরে চালানো ইসরায়েল হামলায় ৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক। এ হামলার পর ফ্রান্সের সাতজন নাগরিক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে এদের মধ্যে একজন নারী হামাসের নিকট বন্দি রয়েছে বলে জানা গেছে।

ম্যাক্রো বলছেন, বাকীরা হয়তো তাদের কাছে জিম্মি রয়েছে। তবে এটা নিশ্চিত নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতোমধ্যে ইসরায়েল ভ্রমণ করেছেন।

এছাড়াও গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল যুদ্ধ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ অক্টোবর ২০২৩





আরো খবর: