বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এত দিন স্বামী দুর্ব্যবহার করতেন, এবার প্রকাশ্যে শাশুড়ির ধমক খেলেন অঙ্কিতা!

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
এত দিন স্বামী দুর্ব্যবহার করতেন, এবার প্রকাশ্যে শাশুড়ির ধমক খেলেন অঙ্কিতা!


মুম্বাই, ২৬ নভেম্বর – ‘বিগ বস্‌ ১৭’-এ জুটি হিসাবে প্রবেশ করেছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভিকির মধ্যে ভালোবাসা খুঁজে পান অঙ্কিতা। ২০২১ সালে ভিকির সঙ্গে বিয়েও সারেন অঙ্কিতা। কিন্তু ‘বিগ বস্’- এর ঘরে ঢোকার পর থেকে টালমাটাল তাদের দাম্পত্য জীবন। ‘বিগ বস্‌’-এর ঘরে অঙ্কিতার থেকেও বেশি নজর কেড়েছে ভিকির খেলা।

পেশায় ব্যবসায়ী ভিকির জীবনধারাও কিন্তু বেশ রঙিন ও নজরকাড়া। বিয়ের পর থেকে তাদের সুখী দাম্পত্য জীবনের ছবি দেখেছেন ভক্তরা। অথচ ‘বিগ বস্’-এর ঘরে ঢোকার পর থেকে অঙ্কিতা-ভিকির তুমুল অশান্তি। দর্শকদের কেউ কেউ এ কথাও বলছেন যে, ভিকির সঙ্গে প্রেম নেই অঙ্কিতার। কখনও ভিকি অঙ্কিকার সঙ্গে দুর্ব্যবহার করছেন, কটূ কথা বলছেন। কখনও আবার মেজাজ হারিয়ে মাত্রা ছাড়াচ্ছেন অঙ্কিতা। সম্প্রতি স্বামীর উদ্দেশে স্যান্ডেল ছোড়েন অঙ্কিতা। এ বার ‘বিগ বস’-এর ঘরে আসবেন অঙ্কিতার শাশুড়ি, ভিকির মা। ছেলের প্রতি বউমার ব্যবহারে অসন্তুষ্ট অঙ্কিতার শাশুড়ি!

প্রায় দেড় মাস হতে চলল ‘বিগ বস’-এর ঘরে রয়েছেন ভিকি-অঙ্কিতারা। সম্প্রতি একটি প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এই তারকা জুটির সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাদের মায়েরা। সেখানেই অঙ্কিতার মা এসে দু’জনকে জুটি বেঁধে শক্ত হয়ে খেলার উপদেশ দেন। উল্টো দিকে মাকে দেখে ভেঙে পড়েন ভিকি। চোখে পানি আটকাতে পারলেন না অঙ্কিতার শাশুড়িও।
ছেলের চোখে পানি দেখে অঙ্কিতার শাশুড়ি বলেন, কখনও বাড়িতে তোমাদের ঝামেলা দেখিনি। এখানে কেন এরকম হচ্ছে তোমাদের?

শাশুড়িকে আশ্বস্ত করে স্বামীর সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দিতেই জোরে ধমক খেলেন অঙ্কিতা। তিনি বলেন, তুমি তো পারছ না আমার ছেলেকে সঙ্গ দিতে। নয়তো স্যান্ডেল ছুড়ে মারতে!

আইএ/ ২৬ নভেম্বর ২০২৩





আরো খবর: