বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফেরাবে মিয়ানমার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্তদের জন্য কম্বল দিল রোহিঙ্গা শরণার্থীরা




পাইলট প্রত্যাবাসন কর্মসূচিতে প্রায় এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফিরিয়ে নেবে মিয়ানমার।

বুধবার (২২ মার্চ) জান্তা মুখপাত্র এএফপিকে বলেছেন, সম্ভবত এপ্রিলের মাঝামাঝি পুনর্বাসন শুরু হবে।

জাও মিন তুন এএফপিকে বলেন, “উভয় দেশের চুক্তি অনুযায়ী আমরা লোকজনকে ফেরত পাব…প্রথম ব্যাচে প্রায় এক হাজার লোক থাকবে।”

বাংলাদেশে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গার আবাসস্থল। যাদের অধিকাংশই ২০১৭ সালের সামরিক দমন-পীড়নের পর প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে এসেছে।

চীনের মধ্যস্থতায় ও আংশিকভাবে জাতিসংঘের সহায়তায় মিয়ানমারের সামরিক শাসনের ১৭ জন কর্মকর্তার একটি প্রতিনিধি দল গত সপ্তাহে প্রায় ৪৮০ শরণার্থীর সাথে দেখা করেছে।

দলটি আনুষ্ঠানিকভাবে শরণার্থীদের সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য মূল্যায়ন করতে সেখানে যায় ও বাসিন্দাদের তথ্য যাচাই করে।









আরো খবর: