সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উপজেলা প্রশাসন ও বনবিভাগের অভিযান,৪ করাতকল মালিককে জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

জাহেদ হাসান::

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে ৪টি করাত কল মালিক’কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

জরিমানাকৃত করাতকল মালিক’রা হলেন,দিদারুল আলম ওরফে দিদার বলি, তার করাতকলে ২০ হাজার টাকা ,মোহাম্মদ সরওয়ার এর করাতকলে ১৮ হাজার টাকা, মোহাম্মদ শফি’র করাতকলে ৫০ হাজার টাকা ও আহমেদ নবী’র করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১২জানুয়ারি)দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাহমিদা মোস্তফা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্হিত থেকে সার্বিক সহযোগীতায় ছিলেন,পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ গাজী বাহার উদ্দিন, ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ,রামু ৩০ ব্যাটালিয়ন এর জুনিয়র কর্মকর্তা শাহ আলম।

আরও উপস্হিত ছিলেন,পানেরছড়া বিট কর্মকর্তা সোহেল রানা,চেইন্দা বিট কর্মকর্তা ফছিউল আলম শুভ,বিজিবি সদস্যগন,
ধোয়াপালং রেঞ্জের স্টাফ ও পানেরছড়া রেঞ্জের স্টাফ’রা।

মোবাইল কোর্ট অভিযানের আগে নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাহমিদা মোস্তফা দক্ষিণ মিঠাছড়ির জ্বিনেরঘোনায় বনকর্মীর উপর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বনকর্মীর উপর হামলার ঘটনায় জড়িতদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি প্রধান করেন। এবং জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে দ্রুত মামলা দায়েরের জন্য বন কর্মকর্তাকে নির্দেশ দেন।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ গাজী বাহার উদ্দিন,ধীর্ঘদিন যাবৎ অবৈধভাবে স্হাপিত করাতকল গুলোতে বনাঞ্চলের কাঠ চিরাই করা হচ্ছে, তারই প্রেক্ষিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ টি অবৈধ করাতকল’কে জরিমানা ও বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করে রেঞ্জে নিয়ে আসা হয়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাহমিদা মোস্তফা বলেন,অবৈধভাবে স্হাপিত ৪টি করাতকল’কে মোবাইল কোর্ট করে জরিমানা আদায় করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।


আরো খবর: