শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উন্নয়নের নামে অর্থ লোপাটকারীদের হাত কেটে দেওয়া উচিত

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ১ ফেব্রুয়ারি – উন্নয়নের নামে যারা দেশের অর্থ লোপাট করেছে, ইসলামি শরীয়াহ মোতাবেক তাদের হাত কেটে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।

মিজানুর রহমান আজহারী বলেন, উন্নয়নের নামে পৌনে ৩ লাখ কোটি টাকা নেই, চুরি করেছে। ইসলামি শরীয়াহ মোতাবেক চুরির শাস্তি হচ্ছে প্রকাশ্যে হাত কেটে দেওয়া। তাদের হাত কেটে দেওয়া উচিত।

পিলখানা ট্রাজেডির প্রসঙ্গ টেনে এরপর তিনি বলেন, বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। তাদের কেউ ছয় মাসের মেয়েকে রেখে জেলে গিয়েছিলেন। বের হয়ে দেখেন এই মেয়ে বর্তমানে ১৭ বছর বয়সী হয়ে গেছে। এই মেয়ের শৈশব তার বাবা দেখেনি, কৈশোর দেখেনি এবং তারুণ্য দেখেনি। বর্তমানে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে।

মিজানুর রহমান আজহারী আরও বলেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না। প্রতিহিংসার রাজনীতি চাই না। একদল আরেকদলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক, আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই এবং মানবিক বাংলাদেশ চাই।

জনপ্রিয় এ ইসলামি বক্তার বয়ান শুনতে শুক্রবার সকাল থেকে জনতার ঢল নামে প্যারেড ময়দানে। এদিন প্যারেড ময়দান এলাকায় জুমার নামাজে অংশগ্রহণ করেন বিপুল পরিমাণ মুসল্লি। আসরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাগরিবের পর প্যারেড ময়দানে আর তিল ধারণের ঠাঁই ছিল না। এরপর লোকজন প্যারেড ময়দান সংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অঁলিখা মোড় থেকে গণি বেকারীর মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৫

 



আরো খবর: