বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় সুশীলনের দুর্যোগ বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার রেজিলিয়েন্স প্রোগ্রাম এ্যাক্টিভিটি-৬ এ্যান্টিসিপেটরি এ্যাকশান্স এ্যান্ড ক্যাপাসিটি স্ট্রেনন্দেনিং ফর ডিএমসি এ্যাট কক্সবাজার প্রকল্পের ইনশেপশান মিটিং অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউ এফপি) এর সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উখিয়া উপজেলা পরিষদের হল রুমে সোমবার (২৯ জুলাই) বেলা ১১ টায় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চোধুরী। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাসেল চোধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ছৈয়দ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জণ বড়ুয়া রাজন , উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোক্তার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল খালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ হাবিবা জাহান,উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কাইজার নূর , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ( জনস্বাস্থ্য) মোঃ শরিফ ইমতিয়াজ, উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার শফিকুর রহমান , উপজেলা আনসার ও ভিডিপি প্রতিনিধি সাইফুল ইসলাম , উপজেলা সিপিপি সভাপতি আবুল হোসেন রাজু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শাহ আলম, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার , রাজা পালং ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সালাউদ্দিন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।

সভায় আরো উপস্থিত ছিলেন সুশীলনের ডি আর আর ম্যানেজার আজিজুর রহমান, একাউন্টেন পলাশ কুমার, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর সুখদেব সরদার, তারেকুল ইসলাম প্রমুখ।

সভায় ডি আর আর ম্যানেজার আজিজুর রহমান এই অঞ্চলের দুর্যোগ বিশেষ করে ১৯৯১ সালের দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে চলতি প্রকল্পে সকলকে সহযোগিতা করার আহবান জানান। উক্ত সভায় ডি আর আর ম্যানেজার প্রজেক্টরের মাধ্যমে চলমান প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা দুর্যোগ বিষয়ে সচেতনতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা করেন। আলোচনায় বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফপি ) ও সুশীলনের সহযোগিতায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটি এবং সিপিপি’র ইউনিট গুলোকে আরো বেশি সক্রিয় করার পাশাপাশি সাধারণ মানুষকে ব্যাপক হারে সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।


আরো খবর: