বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় সাড়ে ১১ লাখ টাকাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে ১১ লাখ ৫০ হাজার টাকাসহ কামাল হোসেন (৪০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

১৪ এপিবিএন এর অধিনায়ক নাইমুল হক জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরে ব্লক রেইড পরিচালনা করা হয়। এ সময় কুতুপালং ক্যাম্প পুলিশ ব্লক-এ, শেড ৪৩ এর নম্বর ২ কক্ষ থেকে কামালকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে অর্থ পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত সে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো খবর: