শিরোনাম ::
গুমের সাথে জড়িত ২০ সরকারী কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ আরো নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে উখিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন চকরিয়ায় ইট তৈরির মিক্সার মেশিনে পিষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার উখিয়ায় ‘সাহেদ-রিপা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু অবশেষে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের কৃতিসন্তান সাইফুল্লাহ রামুতে ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান প্রকল্পের অবহিতকরণ সভা কক্সবাজার থেকে পেটে ইয়াবা নিয়ে শাহজালাল বিমানবন্দরে ধরা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় ‘সাহেদ-রিপা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন সুশিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই৷ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ আয়োজিত ‘সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২৫ইং’ উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি রশিদ আহমদের ব্যবস্থাপনায় ও সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক কামরুদ্দিন মুকুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর পরিচালক জাহাঙ্গীর আলম, ইউএনএইচসিআর কক্সবাজারের স্পোর্টস ফোকাল মোঃ জামাল উদ্দিন, উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশ, বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ৷

উদ্বোধনী খেলায় বক্তারা বলেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো। খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

উদ্বোধনী খেলায় পালংখালী যুব পরিষদের সঙ্গে সোনাইছড়ি ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়৷ নব্বই মিনিট খেলে উভয়পক্ষের গোল শূন্য থাকায়৷ পরে ট্রাইব্রেকারে ৩-৪ গোলে পালংখালী যুব পরিষদ প্রথম খেলায় বিজয়ী হয়।

উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উদীয়মান খেলোয়াড় উখিয়ার কৃতি সন্তান শাহেদা আক্তার রিপা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের হয়ে এএফসি এশিয়ান কাপ ২০২৫-এর উদীয়মান খেলোয়াড় উখিয়ার কৃতি সন্তান সালাহ উদ্দিন সাহেদ এদের দুজনের নামে পালংখালী ইউনিয়নে আয়োজন করা হয়েছে ‘সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২৫ইং’।


আরো খবর: