শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় সাজাপ্রাপ্ত এক রোহিঙ্গা গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

শুক্রবার (৮ জুলাই) বিকাল ৩টায় উখিয়া থানা পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যাক্তি, ক্যাম্প-১১ এলাকার ই-৪ ব্লকের আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের। সে জিআর-২৫/১৯ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার্স ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার বিকাল ৩ টায় এসআই মহসীনের নেতৃত্বে উখিয়া থানার একটি চৌকস দল রোহিঙ্গা ক্যাম্প -১১ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ শাকেরকে গ্রেফতার করা হয়।

এছাড়া গত জুন মাসেও এসআই মহসীনের নেতৃত্বে একজন যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী সহ ৯ জন আসামিকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।


আরো খবর: