কক্সবাজারের উখিয়ায় ৫১তম সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্য্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ।
বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ,প্রকল্প সমন্বয়কারী আব্দুল করিম,ইউপি সদস্য খুরশিদা বেগম,বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মধুসূদন দে,সোনারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মৌলানা আবুল বশর,শীলকল্যাণ সমবায় সমিতির সভাপতি অজিত শর্মা নিমাই পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্হাপনা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম।এর আগে প্রধান অতিথি কে সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় সমিতির পতাকা উওোলন করেন।
বক্তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।সমবায় সমিতির মাধ্যমে দারিদ্র্য বিমোচন হওয়া সম্ভব। উক্ত অনুষ্ঠানে উখিয়ার নিবন্ধন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।