বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় রফিকের নেতৃত্বে হামলা,আহত-৪

নিজস্ব প্রতিবেদক
আপডেট: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ে সন্ত্রাসী হামলায় চারজন আহত হয়েছে। গত শনিবার রাতে রাজাপালং ইউনিয়নের বটতলী ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় মো. সাইফুল ইসলাম বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে।

এজাহার সূত্রে জানা যায়,গত শনিবার রাতে বাদী সাইফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান স্বদেশ কনস্ট্রাকশনে মো. রফিক প্রকাশ ছুরুত আলমের নেতৃত্বে একদল চোর ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করার জন্য সমবেত হয়। এসময় তাকে হাতেনাতে আটক করে স্বদেশ কনস্ট্রাকশনের মালিক সাইফুল ইসলাম। পরে লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে তাকে ছেড়ে দেয় মালিক। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী। এতে চারজন আহত হয়। দুজনকে গুরুতর আহত অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহতরা হলেন, মো. সোহেল ও মো. শাহিন।

এজাহারের বাদী সাইফুল ইসলাম বলেন,”গত শনিবার রাতে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে উৎপেতে থাকা সন্ত্রাসী মো. রফিকের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে ব্যবসায়ের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।”

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান,অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর: