কক্সবাজারের উখিয়ায় বিট কর্মকর্তাকে চাপা দেওয়া ঘাতক ডাম্পারটি জব্দ করলেও গাড়ি চালক এখনো পলাতক রয়েছেন।
রোববার (৩১মার্চ) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।
তিনি জানান, বিট কর্মকর্তাকে চাপা দিয়ে হত্যা করার সময় ব্যবহৃত ঘাতক গাড়িকে চিহ্নিত করে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, গাড়িটার মালিক উখিয়া রাজাপালং এলাকার সৈয়দ করিমের। গাড়িটার চালক ছিলেন বাপ্পা নামক একজন। ঘটনার পর চালক বাপ্পা গাড়ি রেখে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, নিহত বন কর্মকর্তার সাজ্জাদুজ্জামান সজল (৩০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। এদিকে দুপুরে কক্সবাজার বিভাগীয় বন কার্যালয়ে নিহত বনকর্মকর্তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।পরে জানাযা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে পাঠানো হয়েছে।