কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার ভোরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) পালংখালী বিওপির সদস্যরা উখিয়া সীমান্তের পূর্ব ফারির বিল নামক স্থানে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান এবং ২৫ রাউন্ড গুলি জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা চলছিল। বিজিবি সদস্যরা সন্দেহভাজন এলাকায় অবস্থান নেয়ার পর কয়েকজন ব্যক্তি সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাইছিল। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে সেই ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান এবং বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
###