উখিয়া প্রতিনিধি::
উখিয়ার একাধিক এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ১২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে। গত চারদিনে কক্সবাজার– ৩৪ বিজিবি সদস্যরা এসব অভিযান পরিচালনা করে দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে।
গতকাল সোমবার রাতে কক্সবাজার ব্যাটালিয়ান ৩৪ বিজিবি অধিনায়ক মোঃ মেহেদী হোসাইন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজু আমতলী বিওপি বিজিবি সদস্যদের অভিযান ১ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এসময় পাচারকারী উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামের মোঃ নুরুল হক (৫০) ও করইবনিয়া গ্রামের জাফর আলম (৫৭) কে আটক করা হয়।
গত শনিবার উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় অপর অভিযানে মালিকবিহীন ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গত চারদিনে মোট ১২ টাকা মল্যের ৪ লক্ষ পিস ইয়াবা জব্দ করার কথা জানান বিজিবি ঐ কর্মকর্তা।
উল্লেখ্য, উদ্ধারকৃত ইয়াবা মামলায় আরও ১১ জন পলাতক আসামি রয়েছে। এছাড়াও কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি তেকে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১২৪ কোটি ৪১ লাখ ৩ হাজার ৬শ টাকা মূল্যের ১৪০ লাখ ৪৭ হাজার ১২ পিস বার্মিজ ইয়াবা এবং ৭০ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১৪ কোজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৯৪ হাজার ৫১ লাখ৩ হাজার ৬শ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৫৪ জন আসামি আটক করতে সক্ষম হয়েছে।