বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় বন ও পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শীঘ্রই হচ্ছে স্থায়ী ডাম্পিং ব্যবস্থা!

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

কক্সবাজারের উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিজিবি প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বনবিভাগের বনভূমিতে অবৈধভাবে পাহাড় কর্তন, ঘর-বাড়ি নির্মাণ, ইজারার শর্ত ভেঙে থাইংখালী তেলখোলা, পেচারমারা, রিদুরঘোনা, গর্জনখোলা, বড়ইতলী, টুইপ্পাখালী এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে পাহাড়ি বালু উত্তোলন বিষয়ে আলোচনা করা হয়।

উখিয়ার ধইল্লাঘোনা, হাঙ্গরঘোনা, মুহুরী পাড়া এলাকায় প্রতিদিন রাতে পাহাড় কর্তন করে অবৈধ ডাম্পার সিন্ডিকেটের প্রধান মংচানু ও তার সহযোগী কর্তৃক মাটি পাচার ও উখিয়া সদর, ওয়ালা বিট, ভালুকিয়া, থাইংখালী এসব জায়গায় বনভূমি উজার ও অবৈধ স্থাপনা নির্মাণকারী এবং কাঠ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তাছাড়া উখিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-অলিগলিতে বখাটে ও কিশোর গ্যাংস্টার এবং ইভটিজারদের উপদ্রব বন্ধ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উখিয়া উপজেলার যত্রতত্র ময়লা এক স্থানে ফেলার জন্য স্থায়ী ডাম্পিং ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান ইউএনও ইমরান হোসাইন সজীব।

উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে প্রেসক্লাবের পাশে বর্জ্য অপসারণ কাজে আন্তরিকভাবে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী অফিসার,উখিয়া থানার অফিসার ইনচার্জ, রাজাপালং ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী, এনজিও সংস্থা (এসমেপ), এদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী তার বক্তব্যে অবৈধভাবে বালি উত্তোলন, বনভূমি জবরদখলের বিরুদ্ধে বনবিভাগের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগকে নির্দেশ দেন।


আরো খবর: