কক্সবাজারের উখিয়ায় নাশকতা, ভাঙচুর ও লুটপাট মামলায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
থানায় দায়ের করা নাশকতা, ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি আনিসুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর প্রভাব খাটানো, হুমকি প্রদর্শন এবং বনভূমি দখলের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আনিস দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন ও সরকারি জমি দখল করে ক্ষমতার দাপট দেখাচ্ছিলেন।
একসময় ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত আনিস পরবর্তী সময়ে জেলা মৎস লীগের সহ-সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হন। সম্প্রতি পরিস্থিতি পাল্টে গেলে তিনি নিজেকে সাংবাদিক পরিচয়ে উপস্থাপন করতে শুরু করেন এবং সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, আনিসের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এনজিও এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। তার অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী তার গ্রেপ্তারকে স্বস্তিদায়ক মনে করছেন।
উখিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হান্নান জানিয়েছেন, আনিসুল হককে মঙ্গলবার (২৯ অক্টোবর) কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের আব্দুল হাকিম।