শিরোনাম ::
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধরের অভিযোগ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৯ মে, ২০২৩
উখিয়ায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধরের অভিযোগ




বার্তা পরিবেশক :
উখিয়ার রাজাপালং মধ্যম সিকদারবিল এলাকায় দীর্ঘদিনের ভোগদলীয় জমিতে ঘর নির্মাণ বাঁধা দিয়ে চাঁদা দাবি করে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে সিকদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, সম্প্রতি জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় ভূমিদস্যুদের চোখ পড়ে দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে। আর এ জমিতে বাড়ি নির্মাণ করার সময় একই এলাকার আব্দুল গফুর টাকা চাঁদা দাবি করলে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার নেতৃত্বে এলাকার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা দেশীয় অস্ত্র দিয়ে নির্মাণধীন বাড়ি টি ভাংচুর করে ও জাহেদ উল্লাহ, একরামুল হক, ওবাইদুল্লাহকে গুরুতর জখম করে।

এদি আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা বলছেন আহতদের অবস্থা সংকটাপন্ন।

এ ঘটনায় এলাকাবাসিরাও সুস্থ তদন্ত পূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে বেশ কয়েকজন এলাকাবাসি জানান, গফুর একজন সন্ত্রাসী বিভিন্ন সময় ঘর নিমার্ণে চাঁদা দাবি করে চাঁদা না দিলে এধরণের ঘটনা ঘটিয়ে থাকে।

 

এ বিষয়ে অভিযুক্ত গফুরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

এ ঘটনায় সুস্থ বিচার দাবি করেন ভুক্তভোগীরা। তারা উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।









আরো খবর: