শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় অবৈধ স’মিল উচ্ছেদ, ৩০ ঘনফুট কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের উখিয়া থেকে অবৈধ কাঠসহ একটি স’মিল উচ্ছেদ করেছে বন বিভাগ। এ সময় ৩০ ঘনফুট কাঠ এবং স’মিলের মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে, জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উখিয়ার রাজাপালং মাদ্রাসা সংলগ্ন জাদিমুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা গেছে, উখিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজাপালং মাদ্রাসা সংলগ্ন জাদিমুড়া এলাকায় বনাঞ্চল ধ্বংস করে সুকৌশলে করাতকলের মাধ্যমে কাঠ চিরাই করে আসছে সম্প্রতি প্রশাসনের হাতে গ্রেফতার হওয়া মেম্বার সালাউদ্দিন সিন্ডিকেট। এই সিন্ডিকেটের অন্যান্যরা হলেন, তার ভাই মিজান, কামরুল হাসান টিটু ও একই এলাকার এনামুল কবির টিপু, মিডা সুলতান, রেজাউল করিম, শাহাবুদ্দিন।

উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদের নেতৃত্বে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় জাদিমুড়া এলাকা থেকে ১টি, স’মিল উচ্ছেদ এবং স’মিলের যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বনাঞ্চল ধ্বংস করে সু-কৌশলে করাতকলের মাধ্যমে কাঠ চিরাই করে আসছে। তথ্য উপাত্ত নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার জাদিমুড়া
এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১টি করাতকল উচ্ছেদ করা হয়। এছাড়া ৩০ ঘনফুট কাঠ ও স’মিলের অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সময় সঙ্গে ছিলেন উখিয়া দোসরী বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, ওয়ালাপালং বিট কর্মকর্তা আরফাত হোসেন সহ উখিয়া থানা পুলিশ।


আরো খবর: