কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আয়াছ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ঐ যুবককে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ আয়াছ (২১) উপজেলার রাজাপালং ইউপি’র মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকের বাসিন্দা আবুল ফয়েজের পুত্র।
আয়াছের মা শফিকা জানান, সন্ধ্যায় তার ছেলে বাড়িতেই ছিলেন৷ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আয়াছের মুখ থেকে লালা পড়তে থাকলে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসা হয়।
ছেলে বিষপান করেছে উল্লেখ করে শফিকা আরও জানান, সে স্বাভাবিকই ছিলো সারাদিন কোনো সমস্যা হয়নি কারো সাথে। কেনো এমন করলো জানিনা।
এদিকে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোছাইন জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করা হয়েছে খবর পেয়েছি, বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।