কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর বি ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে সংঘর্ষে মো. ফারুক (২২) নামে এক আরএসও সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ক্যাম্প ১৬ তে আরসা জিম্মাদার সলিম ও নজিমুল্লাহর নেতৃত্বে ২৫-৩০ জন সদস্য মিলে মো. ফারুককে ধাওয়া করে এবং দূর থেকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালায়। গুলিতে ফারুকের কপালে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই আরসা সদস্যরা পালিয়ে যায়।
আশপাশের রোহিঙ্গারা আহত ফারুককে উদ্ধার করে ক্যাম্প-১৬ সংলগ্ন হাসপাতালে ভর্তি করেন। আহত আরএসও সদস্য মো. ফারুক (২২) মো. সাকেরের পুত্র।
ঘটনার পর এপিবিএনের শফিউল্লাহকাটা ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এঘটনায় পুলিশি কার্যক্রম চলমান থাকলেও এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর।