শিরোনাম ::
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার প্রতিবন্ধী রফিকের মামলায় ভুমিদস্যু গোলাম আকবর গ্রেপ্তার

গফুর মিয়া চৌধুরী :
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার হত দরিদ্র এতিম ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ রফিককে(৪৮) কোটবাজার ষ্টেশনে প্রকাশ্যে গাড়ী চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা ও অপহরণের অপচেষ্টার ঘটনায় উখিয়া থানায় মামলা রের্কড করা হয়েছে। উখিয়া থানার মামলা নং- ৩১ তারিখ :১৩/১০/২০২৩ইং ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬(২) পেনাল কোড,১৮৬৯। উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী সংশ্লিষ্ট আইনে মামলা নভিভুক্ত করার বিষয়টি এ প্রতিবেদকে জানিয়েছেন।

তিনি আরো বলেন,শারীরিক প্রতিবন্ধী রফিককে পুলিশ আইনী সহায়তা দিতে বদ্ধ পরিকর। তার সাংবিধানিক অধিকার রয়েছে মামলা করার। প্রতিবন্ধী রফিককে আইনগত সহায়তা দিতে উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে কোন ধরনের ব্যথত্যয় ঘটবে না। জানা যায়, উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া হারু ফকির পাড়া গ্রামের মৃত ফকির আহামদের পুত্র শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ রফিক ও তার পাগল বড় ভাই আয়াজ মিয়ার ২৩১ কড়া অথ্যাৎ ৭৭ শতক পৈত্রিক বসতভিটার প্রায় ৭৫ কড়া পিএফ জমি জোর পুর্বক কেড়ে নেওয়ার ঘটনা ঘটে।

গত ৪ অক্টোবর গভীর রাতে স্হানীয় প্রভাবশালী ব্যক্তি ও ভুমিদস্যু গোলাম আকবর সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিবন্ধী রফিক ও তারা ভাইয়ের ভোগ দখলীয় জায়গা সরকারী চাকরীজীবির ক্ষমতা দেখিয়ে জবর দখলের ঘটনা ঘটায়। এতে নিষেধ করতে গেলে প্রতিবন্ধী রফিকের উপর আক্রমন চালায়। গোলাম আকবর নেতৃত্বে দুর্বৃত্তরা রফিকের বাড়িতে ইটপাটকেল মারে সারারাত। এতে রফিকের কুটিরের ছালসহ ভেঙ্গে যায় এবং তার ছোট ছোট মা হারানো ৪ শিশুরা ভয়ে রাতভর কাঁন্নাকাটি করে। অসহায় পরিবারের কান্নায় আকাশ – বাতাস ভারী হয়ে উঠে বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

প্রতিবন্ধী রফিক জানান,এঘটনার বিষয়টি সকালে স্হানীয় ইউপি সদস্য অলি আহামদকে জানাই এবং পরবর্তীতে স্হানীয় চেয়ারম্যান নুরুল হুদাকে বিচার দিলে গোলাম আকবর চেয়ারম্যানের ডাকে সাঁড়া দেয়নি।

এরপর রফিক হতাশ হয়ে উখিয়া থানায় অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করলে সহকারী দারোগা সাইফুল ইসলাম ঘটনা তদন্ত করে রহস্যজনক ভুমিকায় অবর্তীন হলে, গত১০অক্টোবর ওসি সাহেব আইও পরির্বতন করে সহকারী দারোগা বিকাশকে ঘটনাস্হলে পাঠায় এবং রফিকের এক ইঞ্চি জায়গা যাতে কেড়ে নিতে না পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন।
এএসআই বিকাশ ১১অক্টোবর বিকেল ৫টায় ঘটনাস্হলে গিয়ে গোলাম আকবরকে ২ঘন্টার ভিতর প্রতিবন্ধী রফিকের জায়গা ছেড়ে দিয়ে অবৈধ স্হাপনা সরানোর সময় সীমা বেঁধে দেন।

পুলিশ যাওয়ায় ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৯টায় প্রতিবন্ধী রফিককে গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টা চালালে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয় এবং এলাকাবাসী ক্ষোভে ফেঁটে পড়ে। এর পর পর ওসি সাহেব এ ঘটনা অবগত হয়ে উখিয়া থানায় মামলা রের্কড করতে বাধ্য হন।

শনিবার বিকেল২টায় ভালুকিয়া থেকে উখিয়া থানার এসআই মোস্তাক আহামদ একদল পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ভুমিদস্যুও দুর্বৃত্ত গোলাম আকবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
ভুমিদস্যু গোলাম আকবের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে খুশির বন্যা বয়ে চলছে। এলাকার মানুষ একে অপরের মধ্যে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।


আরো খবর: