বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার কুতুপালংয়ের পাহাড় কেখো মনসানুর নেতৃত্বে মাটি পাচার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
উখিয়ার কুতুপালংয়ের পাহাড় কেখো মনসানুর নেতৃত্বে মাটি পাচার




বিশেষ প্রতিনিধি::

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং অবৈধ ডাম্পার মালিক সমিতির সভাপতি ও শীর্ষ পাহাড় কেখো মনসানু৷

সরকারি বনভুমির পাহাড় কাটায় নিয়োজিত ডাম্পার মালিকরা বন বিভাগকে সাপ্তাহিক ও মাসিক মাসোহারা দিয়ে পাহাড় কেটে মাটি পাচার করে করছেন৷ মনসানুর রয়েছে ৪টি অবৈধ ডাম্পার যা সংশ্লিষ্ট দপ্তরকে মাসোয়ারা দিয়ে এসব গাড়ি চালানো হয়৷ তার অবৈধ ডাম্পার গাড়িগুলে বেশিরভাগ সময় রাতে চলাচল করে থাকেন৷

তাছাড়াও সড়ক উন্নয়ন কাজে সরকারি বনভুমির পাহাড় কেটে মাটি দেওয়ার কথাটি সিডিউলে লেখা আছে বলে সে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।









আরো খবর: