শিরোনাম ::
মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আলোচিত জিয়াসহ আটক-২ চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদিসহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, মাদক বিক্রেতা গ্রেফতার উখিয়ার মেরিন ড্রাইভে মোটর সাইকেল দূর্ঘটনায় অস্টেলিয়ান নাগরিক নিহত বান্দরবানে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা মিয়ানমার থেকে বিপুল ইয়াবা ও অস্ত্র-গুলি আনার সময় জব্দ,এক ডাকাত আটক মহেশখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ রোহিঙ্গা ক্যাম্পে বিদেশী অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার রামুতে নিত্য পণ্যের বিনিময়ে সংগ্রহ হলো ৩ মেট্রিক টন প্লাস্টিক রামুতে আপন ভাতিজিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ২
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩ নভেম্বর) সকালে একটি সিলিন্ডার থেকে আরেকটিতে গ্যাস রিফিল করার সময় সিগারেটের ধোঁয়া থেকে এই বিস্ফোরণ ঘটে। এইসময় আহত হন ক্যাম্প ২০ এক্সটেনশনের মোঃ মুকুল ছেলে মোঃ ইসমাইল (৬০), মোঃ ইসমাইলর স্ত্রী আমেনা খাতুন (৫৫) ও একই ক্যাম্পের মোঃ সুলতান পুত্র আব্দুল শুক্কুর (৩৭)।

ক্যাম্প সূত্রে জানা যায়, মোহাম্মদ ইসমাইল ও আব্দুল শুক্কুর নামের দুই রোহিঙ্গা একটি সিলিন্ডার থেকে আরেকটিতে গ্যাস রিফিল করার সময় সিগারেটের ধোঁয়া থেকে বিস্ফোরিত হয়ে ইসমাইলসহ তিনজন রোহিঙ্গা অগ্নিদগ্ধ হন। আহতদের দ্রুত ক্যাম্প-২০ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর মোঃ ইসমাইলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

বাকি দুজন ইসমাইলের স্ত্রী আমেনা খাতুন (৫৫) এবং আব্দুল শুক্কুর ফ্রেন্ডশিপ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে ক্যাম্প প্রশাসন নিশ্চিত করেছেন।


আরো খবর: