বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য বদি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ নেতা ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১৫।

র‍্যাব সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের টেকনাফ থানায় করা হত্যা চেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ আগস্ট মুহাম্মদ আবদুল্লাহ (৫৩) নামের এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় ৩১ জনের নামসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

‘ইয়াবা গডফাদার’ খ্যাত আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে তিনি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তাঁর দুই ভাই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সারা দেশে বদিকে নিয়ে সমালোচনার মুখে ২০১৮ সালে তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তবে একই আসনে মনোনয়ন দেওয়া হয় তাঁর স্ত্রী শাহীন আক্তারকে। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান শাহীন আক্তার।


আরো খবর: