শিরোনাম ::
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

শহিদ রুবেল::

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১৫ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৭, ব্লক-বি/৫ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রোহিঙ্গা রহমত উল্লাহ (৩৮) নামে এক যুবককে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রহমত উল্লাহ ক্যাম্পের ব্লক-বি/৫ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, অভিযানে সঙ্গীয় অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছিল। অভিযানের সময় রহমত উল্লাহকে নুরুল আমিন এর চায়ের দোকানের সামনে কাচাঁ রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: