বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
উখিয়ায় পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু




কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৯ এলাকায় পাহাড়ধসে রোহিঙ্গা মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, শেডের এফডিএমএন সদস্য আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিম আক্তার (২)

 

রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর কমান্ডিং অফিসার মো. আমির জাফর।

 

তিনি জানান, বিকাল সাড়ে ৫টার দিকে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯ এর এ/৬ ব্লকস্থ পাহাড়ের পার্শ্বে অবস্থিত এফডিএমএন সদস্য আনোয়ার ইসলামের শেডের উপর পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা অবস্থায় শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় অবহিত করা হয়।









আরো খবর: