শহিদ রুবেল::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অভিযানে রোহিঙ্গা মীর কাশেম (২২) নামে এক যুবককে ০১টি ওয়ান শুটার গান, ০১রাউন্ড কার্তুজ ও ০১টি কার্তুজের খোসাসহ গ্রেফতার করা হয়।
১৫ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮/ওয়েস্ট, ব্লক-এফ, সাব-ব্লক-এ/৬৪ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রোহিঙ্গা মীর কাশেমকে তার বসতঘরের একটি কক্ষে লুকোনো অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মীর কাশেম ক্যাম্পের ব্লক-এ/৬৪ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, অভিযানে সঙ্গীয় অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছিল। অভিযানের সময়
০১টি ওয়ান শুটার গান, ০১রাউন্ড কার্তুজ ও ০১টি কার্তুজের খোসাসহ মীর কাশেমকে গ্রেফতার করা হয়। আটক আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।