শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁওয়ের ইটভাটায় মিলল পটিয়ার শিশুর লাশ কক্সবাজারের ঈদগাঁওয়ের একটি ইটভাটা থেকে মোহাম্মদ সোহেল নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২

কক্সবাজারের ঈদগাঁওয়ের একটি ইটভাটা থেকে মোহাম্মদ সোহেল নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার আলমাছিয়ায়া সড়কস্থ এমবি ব্রিকফিল্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোহেল চট্টগ্রামের পটিয়া শিকলঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিকফিল্ডের ভেতরে পানি রাখার জন্য খনন করা গভীর গর্তে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক তারা ইটভাটা মালিকের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে ঈদগাঁও বাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাবা স্থানীয় স্ক্র্যাপ ব্যবসায়ী।

ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হচ্ছে।


আরো খবর: