বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁওতে ৪টি অস্ত্র ও গুলিসহ আটক-১

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে চারটি অবৈধ দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ নুরুল কাদের (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দিনগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ানশুটার গান, দুইটি থ্রিকোয়ার্টার গান, ছয় রাউন্ড কার্তুজ ও দুইটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতার নুরুল কাদের ইসলামাবাদের পশ্চিম টেকপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন জানান, র‌্যাব গোন সূত্রে জানতে পারে কতিপয় ব্যক্তি ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রামের উত্তর পাশে নির্মাণাধীন নতুন রেললাইনের উপর অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।

এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল মধ্যরাতে সেখানে অভিযান চালায়।

র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুরুল কাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তায় এসব অস্ত্রশস্ত্র পাওয়া যায়।

সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছে মর্মে র‌্যাব দাবি করেছে।

তাকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।


আরো খবর: