শিরোনাম ::
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইয়াবাসহ ৬ মামলার আসামি পুলিশের কব্জায়

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৬ জুলাই, ২০২২

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতি, বিস্ফোরক ও মাদকসহ ৬ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ফকির পাড়া মমতাজের বাড়ী হতে তাকে গ্রেফতার ও ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামির হলেন- মো. সেলিম (৪২)। সে ওই এলাকার ৬ নং ওয়ার্ডের মৃত এজাহার মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ফকির পাড়া মমতাজের বাড়ী (আসামির নিজ বাড়ি) থেকে ৬ মামলার পলাতক আসামি মো. সেলিমকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ডাকাতি, বিস্ফোরক ও মাদকসহ ৬ মামলার পলাতক আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো খবর: