চার মাসের ব্যবধানে বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক রক্ষী আবারো ইয়াবাসহ আটক হয়েছেন। এ ঘটনায় আরেকজনকে আটক করা হলেও তার কাছে মাদকদ্রব্য না পাওয়ায় কারা কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া জিরো পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নাঈম ও হাসনাইন। দুজনই বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, অভিযান চালিয়ে কারারক্ষী নাঈম ও হাসনাইনকে আটক করা হয়। হাসনাইনের কাছ থেকে ইয়াবা না পাওয়া গেলেও নাঈমের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় নাঈমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং হাসনাইনকে কারা কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হবে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ ঘটনায় নাঈমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্ত করা হবে। পাশাপাশি হাসনাইনের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৩ নভেম্বর বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সালাউদ্দিন রাজা ও ইয়াছিন খান তাদের সহযোগীসহ কোতোয়ালি পুলিশের অভিযানে ধরা পড়েন। এ সময় সালাউদ্দিন রাজা পালিয়ে গেলেও ইয়াছিন ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন।