শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল


জেরুজালেম, ২৩ অক্টোবর – ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৫ অক্টোবর ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায়। জবাবে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে লক্ষ্য করে বিরতিহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল।

সোমবার (২৩ অক্টোবর) অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৮৭ ফিলিস্তিনি নিহত এবং আরো ১৫ হাজার ২৭৩ জন আহত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮২ শিশুসহ কমপক্ষে ৪৩৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় দুই হাজার ৫৫ শিশু এবং এক হাজার ১১৯ নারী রয়েছে।

ইসরায়েলের বোমা হামলা থেকে মসজিদ, গির্জা, বাড়ি-ঘর কোনো কিছুই বাদ পড়ছেনা। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের মাধ্যমে গাজায় সংঘাত শুরু হয়েছিল।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তৃতীয় সপ্তাহে পৌঁছেছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এখনো হামাসের হাতে ইসরায়েলি ২১২ নাগরিক বন্দি রয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে এসব লোক বন্দি হয়েছেন। এদের মধ্যে মার্কিন নাগরিক মা ও মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। এ দুই মার্কিনির মুক্তিতে মধ্যস্থতা করা কুয়েতের কর্তৃপক্ষও বাকি দুজনের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলছে, আমরা হামাসকে বলব কোনো ধরনের মিথ্যা প্রপাগান্ডা না ছড়াতে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ অক্টোবর ২০২৩





আরো খবর: